অ্যাসার্ট

"শিক্ষাই জাতির মেরুদন্ড" .........."মাঝারি মানের শিক্ষক বলেন, ভাল শিক্ষক বুঝিয়ে দেন, শ্রেষ্ঠ শিক্ষক করে দেখান। মহান শিক্ষক অনুপ্রাণিত করেন" – উইলয়াম আর্থার ওয়ার্ড........" মৃত্যু না হওয়া পর্যন্ত মানুষের শিক্ষা সমাপ্ত হয় না।" – রবার্ট ই লি........"শিক্ষার প্রথম কাজ হলো কৌতুহলের শিকে ছেঁড়া।"– আইভরি ব্রাউন......."যে যে বিষয়ে প্রশিক্ষণ নিয়েছে সে সেই বিষয়ে শিক্ষিত, কাজেই সবাই শিক্ষিত" – নেপোলিয়ান...আমাকে একটি শিক্ষিত মা দাও , আমি তোমাকে শিক্ষিত জাতি দেব- নেপোলিয়ন বোনাপার্ট ...বিদ্বানের কলমের কালি শহীদের রক্তের চেয়ে পবিত্র – আল হাদিস ...রবীন্দ্রনাথ ঠাকুর বলেছিলেন- "বাল্যকাল হইতে আমাদের শিক্ষার সহিত আনন্দ নাই। কেবল যাহা কিছু নিতান্ত আবশ্যক তাহাই কন্ঠস্থ করিতেছি। তেমন করিয়া কোনোমতে কাজ চলে মাত্র, কিন্তু বিকাশলাভ হয় না। আনন্দের সহিত পড়িতে পড়িতে পড়িবার শক্তি অলক্ষিত ভাবে বৃদ্ধি পাইতে থাকে। গ্রহণশক্তি, ধারণাশক্তি, চিন্তাশক্তি বেশ সহজ এবং স্বাভাবিক নিয়মে ফললাভ করে।"

Mathematics

Mathematics




Who is the founder of mathematics?
Pythagoras
As a result, he has been hailed as the first true mathematician and the first known individual to whom a mathematical discovery has been attributed. Pythagoras established the Pythagorean School, whose doctrine it was that mathematics ruled the universe and whose motto was "All is number".